বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, আদর্শ কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতো, এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, সদস্য জিয়াউল কবির জুম্মন, ইনস্ট্রাক্টর সোহেল মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্ম দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে উপ-কমিটি গঠন করা হয়।

