বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গাইবান্ধা জেলা যুবলীগের সহ সম্পাদক প্রভাষক মো. সুমন কায়ছারের আহবানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বুক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পৌরশহরের ৯ নং ওয়ার্ডে মসজিদ ভিত্তিক বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম আহবায়ক কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, যুগ্ম আহবায়ক মশিউর রহমান প্রধান বিপ্লব, যুগ্ম আহবায়ক বজলুর রহমান সেজান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম প্রধান রতন, যুগ্ম আহবায়ক আল আমিন শেখ ও যুগ্ম আহবায়ক মাফিজুর রহমান রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

