বগুড়ায় সারের বাজারে অভিযান, জরিমানা
বগুড়া প্রতিনিধি;
বগুড়ার গাবতলী উপজেলায় বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফর।
সোমবার দুপুরে উপজেলার গোলাবাড়ি বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অর্থদণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- এম হক এন্টারপ্রাইজ ও মন্ডল ট্রেডাস। এরমধ্যে এম হক এন্টারপ্রাইজকে ১০ হাজার ও মন্ডল ট্রেডাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইফতেখারুল আলম রিজভী।
জনস্বার্থে সারের বাজারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফরের এ কর্মকর্তা। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

