বগুড়ায় সাংবাদিকের ওপর হামলাকারী সেই ইউপি সদস্য গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০২ PM, ৩১ ডিসেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলাকারী সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদ সদস্য লুৎফর রহমান ওরফে লাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার দুপুরে নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হন।

আহত সাংবাদিকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মাজেদুর রহমান বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :