বগুড়ায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সোয়া লাখ টাকা জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৩ PM, ২৮ মে ২০২২

Spread the love

বগুড়া প্রতিনিধি;

বগুড়ায় অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা দিয়ে বন্ধ করা হয়েছে।

শহরের জলেশ্বরীতলা এলাকার মহিলা ক্লাব সড়কে শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

আদালত জানায়, প্রথমে নিউ পল্লী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে যায় আদালত। এ সময় নথি ঘেটে দেখা যায় ক্লিনিকটি অনিবন্ধিত। ক্লিনিকের প্যাথলজি বিভাগ থাকলেও তার অনুমোদন ছিল না। এ ছাড়া সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। ভবনের রান্নাঘরের পাশেই অপারেশন থিয়েটার; ময়লা আবর্জনা দিয়ে নোংরা ছিল।

এই ক্লিনিকের মালিকের নাম রেহেনা রহমান। তবে তিনি অনুপস্থিত ছিলেন। ক্লিনিকে ম্যানেজারের দায়িত্বপালনকারী মো. সোহাগ উপস্থিত ছিলেন। আদালতের সামনে সোহাগ বিভিন্ন অপরাধ স্বীকার করেন।

এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত নিউ পল্লী ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা দেয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করার রায় দেন বিচারক।

এর পরে আদালত একই এলাকার এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা করার দায়ে ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত ক্লিনিক মালিকের নাম ডা. এনামুল হক। তিনি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালটেন্ট।

এসব তথ্য নিশ্চিত করেন নির্বাহী হাকিম জান্নাতুল নাইম। তিনি বলেন, নিউ পল্লী ক্লিনিকের কোনো কিছুর অনুমোদন নেই। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। আর এনাম ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২৫ হাজার টাকা দণ্ড দেয়া হয়।

বিচারক আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে একটি  নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা। আগামীতেও এটি অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ২৯৭টি নিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক রয়েছে। এর বাইরে যা রয়েছে সবই অনিবন্ধিত।

এ আদালত পরিচালনায় বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :