বগুড়াতে অপহরণ; দুর্বৃত্তরা হত্যার পর লাশ ফেলে গেল গোবিন্দগঞ্জে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
ধর্ষণ মামলার আসামী শিমুল মিয়াকে (২৮) বগুড়া থেকে অপহরণের পর হত্যা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শিমুল মিয়া বগুড়া শিবগঞ্জ থানার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) শিমুল ধর্ষণ মামলার হাজিরা দিতে বগুড়া আদালতে যান। আদালতে হাজিরা শেষে বাড়ী ফেরার পথে তাকে মাইক্রোযোগে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে শিমুলকে হত্যার পর গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নামক এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পথচারীরা রাস্তার পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে ফুলপুকুরিয়া বাজারে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ ঘটনায় সোমবার রাতেই শিবগঞ্জ বিহার ইউপি সদস্য নিহতের ভাই রায়হান বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম সহ ১৩জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিমুলকে অপহরণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন সহ আসামী গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।

