ফেসবুক থেকে সাংবাদিক পলাশ ব্লকড: ইউএনও অনিকের শিষ্টাচার আচরণে বিতর্ক!

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২২ PM, ০৬ জুলাই ২০২৫

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের বিরুদ্ধে সরকারি ফেসবুক আইডি Uno Sadullapur থেকে একজন পেশাদার সাংবাদিককে ব্লক/রিমুভ করার অভিযোগ উঠেছে। ব্লকড হওয়া সাংবাদিক জিল্লুর রহমান পলাশ, যমুনা টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সাংবাদিক পলাশ জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই আইডির সঙ্গে ফ্রেন্ড হিসেবে যুক্ত ছিলেন। হঠাৎ করে তাকে রিমুভ বা ব্লক করা হয়। ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে গেলে দেখা যায়, “This person is unavailable on Messenger” বার্তা ভেসে আসে। বর্তমানে Uno Sadullapur আইডিটিও তিনি খুঁজে পাচ্ছেন না।
সাংবাদিক পলাশের অভিযোগ, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাদুল্লাপুরে যোগদানের পর থেকেই একের পর এক সমালোচনার জন্ম দিয়েছেন।
তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও ফোন/বার্তায় সাড়া না দেওয়াসহ নানা অভিযোগ এখন স্থানীয়দের কানেমুখে। এ নিয়ে তার বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সমালোচনার জেরেই তাকে ব্লক করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ‘ইউএনও’র এমন পক্ষপাতমূলক আচরণ একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে প্রত্যাশিত নয়। একজন সরকারি কর্মকর্তার উচিত সব নাগরিকের প্রতি সমান আচরণ করা। কিন্তু ইউএনও’ পক্ষপাতিত্ব ও বিদ্রোহী আচরণে আমি উদ্বিগ্ন। আশা করি, জেলা প্রশাসক DC Gaibandha, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে? যেহেতু Uno Sadullapur একটি সরকারি ফেসবুক আইডি, অথচ ব্যক্তিগত সিদ্ধান্তে সাংবাদিককে ব্লক করা হয়েছে, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা ও নৈতিকতার পরিপন্থী। একজন জনসেবায় নিয়োজিত কর্মকর্তা অফিসিয়াল কার্যক্রমে ব্যবহৃত আইডি থেকে গণমাধ্যমকর্মীকে রিমুভ করা অনভিপ্রেত, অশোভন এবং প্রাতিষ্ঠানিক শিষ্টাচার লঙ্ঘনের সামিল।
এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :