ফুলে ফুলে সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক আবু জাফর সাবু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৯ PM, ২৯ অগাস্ট ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জনকণ্ঠের জেলা প্রতিনিধি, ছড়াকার, লেখক সাংবাদিক আবু জাফর সাবু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ আগস্ট) বাদ যোহর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এরআগে শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ২০ আগস্ট (শুক্রবার) সাংবাদিক আবু জাফর সাবুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ আগস্ট (শনিবার) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধার সাবেক ও নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান প্রমুখ।

এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :