ফুলছড়িতে প্রয়াত আ’লীগ নেতার কবর জিয়ারত করলেন মাহমুদ হাসান রিপন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৭ PM, ২১ নভেম্বর ২০২০

Spread the love
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত মরহুম এনামুল হকের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম এনামুল হকের কবরে পাশে গিয়ে দোয়া পাঠ শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এরপর তিনি প্রয়াত এনামুল হকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি নয়া মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জাভেদ, জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।

আপনার মতামত লিখুন :