ফুলছড়িতে জমির কাজ করার সময় শ্রমিকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাংলা বাজারের উত্তর পাশে মরিচের জমিতে কাজ করার সময় শনিবার সকালে সাদা মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সাদা মিয়া শ্রমিকের কাজের জন্য উপজেলার ফজলুপুরের বাংলা বাজার এলাকায় আসেন।
শনিবার সকাল ১০টার দিকে সাদা মিয়া বাংলা বাজারের উত্তর পাশে মরিচের জমিতে কাজ করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান। ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

