ফসলি জমির মাটি বিক্রি, বাধা প্রদান করায় কৃষককে মারপিট

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৭ PM, ০৩ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোর করে আবাদী জমির মাটি কেটে বিক্রির সময় বাধা দেয়ায় এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ইলিয়াছ হোসাইন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চারজনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ইলিয়াস হোসাইন উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।’

অভিযোগ সূত্রে জানা গেছে, ইলিয়াছের জমি থেকে জোর করে মাটি কেটে বিক্রি করছেন একই গ্রামের আশরাফুল ইসলাম, এরশাদুল হক, মমিন মিয়াসহ অন্যরা। অভিযুক্তরা মাটি ব্যবসায়ী। তারা ইলিয়াসের জমিতে অ্যাসকেভেটর বসিয়ে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মাটি উত্তোলন করতে নিষেধ করেন এবং বাধা দেন। ওই সময় অভিযুক্তরা তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :