ফকিরহাটে শিশুধর্ষণের অভিযোগে আটক ৬০ বছরের বৃদ্ধ
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের ফকিরহাটে ছয় বছরের এক শিশুধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার পিলজংগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং -০৩, ০২/০৬/২০২১ইং।
ফকিরহাট থানার ওসির নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে দাকোপ থেকে মামলার প্রধান আসামী মিন্টুকে আটক করেছে পুলিশ।
আটককৃত মিন্টু শেখ (৬০) ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ফকিরহাটের পিলজংগ গ্রামে ঐদিন সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ীর পাশে অবস্থিত পানের বরজে যায়। কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মিন্টু শেখ নামের ওই বৃদ্ধ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাশ ওরফে ধুনার বাশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আসামী মিন্টু দৌড়ে পালিয়ে যায়। এরপর শিশুটি বাড়ী ফিরে সব ঘটনা তার মাকে বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে।
ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। গত রাতে অভিযান চালিয়ে আসামী মিন্টুকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

