ফকিরহাটে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিতার বিরুদ্ধে মামলা
এ এইচ নান্টু বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের ফকিরহাটে পিতার বিরুদ্ধে কিশোরী মেয়েকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করেছে। মামলা নং-০২, তারিখ-০৩/০২/২০২১ইং।
ঘটনার পর থেকে লম্পট পিতা মো: শহিদুল গাজী (৩৮) পলাতক রয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আলিম উদ্দিন গাজীর ছেলে।
মামলার বিবরণে জানাযায়, ফকিরহাট উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের শহিদুল গাজীর কিশোর মেয়ে বড়বাড়ীয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রেশমা খাতুনকে তার বাপের বাড়ীতে তাড়িয়ে দেয়। ফলে শহিদুল গাজী একাই নিজ বাড়ীতে থাকেন। তার স্ত্রী তার ছেলে- মেয়েদের নিয়ে একই গ্রামে বাবার বাড়ীতে বসবাস করছেন।
গত ২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে উক্ত মেয়ে তার ভাইকে নিয়ে পিতার বাড়ি আসে। এরপর তার ভাই অন্যত্র খেলতে গেলে এই সুযোগে পিতা তার মেয়েকে ঘরে একা পেয়ে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটি তার মা’কে বিষয়টি জানায়। এরপর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরকে জানানোর পর তার সহযোগিতায় ফকিরহাট মডেল থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত পিতাকে আটকের জোর চেষ্টা চলছে।

