প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার লক্ষ্যে ফুলছড়িতে বউ শ্বাশুড়ীর মেলা 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ PM, ১৬ নভেম্বর ২০২২

Spread the love

আঃ খালকে মন্ডল;

প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা নিশ্চিত ও প্রসব সেবার ওপর অধিক গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বউ শ্বাশুড়ীর মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাড়িতে প্রসবকে না বলি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করি’। মেলায় প্রসবকালীন সেবা যত্ন সম্পর্কে সচেতনতার বিষয় প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন পরিচালিত মমতা প্রকল্প এ আয়ােজন করে। মেলায় ৪০জন গর্ভবতী মা এবং তাদের শাশুড়ি ও স্বামীরা অংশগ্রহণ করেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. আনিসুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বােধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাে. জাকিরুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম মােস্তফা কামাল পাশা, গুনভরি দ্বি-মুখী উচ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজনুর রশিদ, প্রধান শিক্ষক মতলুবর রহমান, মমতা প্রকল্পের সমন্বয়কারী বাহারাম খান, ফুলছড়ি উপজলা প্রকল্পের সমন্বয়কারী হারুন অর রশিদ, টেকনিকেল কর্মকর্তা নুর আলম প্রমুখ।

মেলায় স্থাপিত ৪টি স্টলের মাধ্যম গর্ভবতী মা ও তাদের শ্বাশুড়ীদের প্রসব সংক্রান্ত কাজে উদ্বুদ্ধ করা হয়।

বক্তারা বলেন, উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেদ্র থেকে নিরাপদ প্রসব ডলিভারী প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে প্রসব সবার কার্যক্রম সম্পর্ক জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

মেলার মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় জনগণকে উদ্বুদ্ধ করা মা ও শিশু মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাে. আনিসুর রহমান জানান, সেবার গুণগত মান বজায় রেখে আগামী দিন সেবা কেন্দ্রটি সচল রাখার ব্যাপারে সব ধরণের সহযােগিতা করা হবে।

আপনার মতামত লিখুন :