প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-কে প্রাণ নাশের হুমকী, সন্ত্রাস, নাশকতার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন সকাল ১১টায় পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান প্রমূখ। বক্তারা জননেত্রী শেখ হাসিনা-কে প্রাণ নাশের হুমকী, সন্ত্রাসী ও নাশকতারীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানান।

