প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষকের ৬ মাসের বেতন প্রদান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
করোনা কালীন সময়ে অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতন প্রদান করলেন অলুপ কুমার রায় নামে এক শিক্ষক। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের মৃত গোপী বল্লভ রায়ের ছেলে অলুপ কুমার রায়
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের হাতে তার ৬ মাসের বেতনের ১ লক্ষ ৩৮ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ননী গোপাল রায়, চেক প্রদানকারী শিক্ষক অলুপ কুমার রায়ের ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন।
অলুপ কুমার রায় বলেন, কিছু পাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ প্রদান করিনি। করোনাকালীন সময়ে দুঃস্থ অসহায় মানুষকে সহায়তার জন্য আমি এ অর্থ প্রদান করেছি।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, অলুপ কুমারের নিকট আমি কৃতজ্ঞ। তার মত সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি এ ধরণের কর্মকান্ডে এগিয়ে আসে তাহলে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে।

