প্রথম দফায় গোবিন্দগঞ্জ থেকে ৩৩জন কৃষি শ্রমিককে পাঠানো হলো কুমিল্লায়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৮ PM, ১৯ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

প্রথম দফায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ৩৩জন কৃষি শ্রমিককে পাঠানো হলো কুমিল্লায়। 

রোববার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান,বাস মালিক সুজাউল সরকার।

চলমান সর্বাত্মক লক ডাউনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রংপুর ও গাইবান্ধা জেলার অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থেকে ৩৩ জন শ্রমিককে একটি বাসে কুমিল্লা সদরে পাঠানো হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন উপস্থিত কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত বছরের ন্যায় চলতি বোরো মৌসুমে বৃহত্তর রংপুর অঞ্চল থেকে দেশের বিভিন্নস্থানে ফসল কাটার শ্রমিক সংকট মেটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়। সর্বাত্মক লকডাউন থাকায় শ্রমিকদের যাত্রা নিবিঘ্ন করতেই রংপুর ও গাইবান্ধা জেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগ্রহী শ্রমিকরা নির্দিষ্ট সংখ্যায় একত্র হয়ে উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে যানবাহন নিয়ে বিভিন্ন জেলায় কাজের জন্য যেতে পারবে।

আপনার মতামত লিখুন :