প্রতারণার মামলায় আ’লীগ নেতা সাংবাদিক আতিকের কারাদন্ড
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধায় প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবুর (৫২)এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসে কারাদন্ড ভোগ করতে হবে আসামীকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রমানিক রোববার বিষয়টি নিশ্চিত করছে। এর আগে গত বৃহস্পতিবার গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এর বিচারক আলবিরুনী মীর এ আর্দেশ দেন। এসময় আদালতে আসামী উপস্থিত ছিলেন না। আতিকুর রহমান আতিক বাবু গাইবান্ধা শহর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি। তিনি শহরের পশ্চিশপাড়া রফিকুল ইসলাম হিরুর ছেলে।
এর আগে ২০২০ সালের ৭ জুন প্রদীপ কুমার মোদক নামে এক ব্যক্তি আতিক বাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। প্রদীপ কুমার মোদক বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গন্ড গ্রামের খোকন চন্দ্র মোদকের ছেলে। প্রদীপ কুমার মোদক বলেন, গাইবান্ধা সদরের মাহবুব আরা গিনি এমপি আতিক বাবুর খালা হয়।
আ’লীগের কেন্দ্রীয় নেতাদের তার সখ্যতা আছে। এ সুবাদে তিনি অনেকেই চাকুরি নিয়ে দিয়েছেন। এসব প্রলোভন দেখিয়ে চাকুরি দেওয়ার কথা বলে আমার কাছে মোটা অংকের টাকা নেয়। এক বছর পেরিয়ে গেলেও চাকুরি নাই টাকাও দেয় না। টাকা চাইলে প্রশাসন দিয়ে উল্টো আমাকে হুমকি দেয়। পরে বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে প্রতারণা মামলা করি।
আদালত সূত্রে জানা গেছে, আতিক বাবুর বিরুদ্ধে ধর্ষন, নারী শিশু নির্যাতন ও প্রত্যারণাসহ বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রমানিক বলেন, মামলার পর আদালত আতিক বাবুর বিরুদ্ধে এক বছরের কারাদন্ড দিয়েছেন। আসামীর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্টও জারি করা হয়েছে। যেহেতু আসামী পলাতক রয়েছে।আসামী গ্রেফতারের দিন থেকে রায়ের দিন কার্যকর শুরু হবে।

