প্রতারক আওয়ামী লীগ নেতার শাস্তির দাবীতে গাইবান্ধার ভাটি বুড়াইলের চরে মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪১ PM, ১৮ এপ্রিল ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগী কতৃক গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাটি বুড়াইল মৌজার সরকারী ১৯৪ একর জমি অবৈধভাবে দখল করার নিমিত্বে ভুয়া রেকর্ড তৈরি করার প্রতিবাদে ও ভূমিদস্যুদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন চরাঞ্চলবাসী।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের ভাটি বুড়াইলের চরে অনুষ্ঠিত মানববন্ধনে হাজী নুরুল আমিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ সাদা মুন্সি, আব্দুর রশিদ, মোঃ রাজু মিয়া, মোঃ নজরুল মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগীরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী।
শহিদুল্লাহ মাস্টার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী।
তারা বিগত সময় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ড তৈরি করেন, তাই প্রতারক শহিদুল্লাহর মাস্টারসহ তার সহযোগীদের সরকারী সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

প্রসঙ্গতঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের ভাটি বুড়াইল মৌজার সরকারী ১৯৪ একর জমি ভুয়া কাগজ দেখিয়ে রেকর্ড করে নেন মোঃ শহিদুল্লাহ মাস্টার ও তার সহযোগীরা।

অভিযুক্ত শহিদুল্লাহ মাস্টার পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিতপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাব খাঁটিয়ে ক্ষমতার অপব্যবহার করে এসব অপকর্মে লিপ্ত হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক বাদী হয়ে ভুয়া রেকর্ডের বিরুদ্ধে গাইবান্ধার আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৫৭/২৩।
বর্তমানে মামলাটি গাইবান্ধা ল্যান্ড সার্ভে আদালতে বিচারাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :