প্রকৃতির দুয়ারে বইছে ফাগুনের হাওয়া

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৭ AM, ১২ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

শাহাব উদ্দীন, (রাফেল) ঢাকা;

পৌষ মাঘের নিত্যতা বাসন্তি বাতাসে সুচিত হলো নতুন পাতা ফাগুনের আগুনে জলছে শিমুল পলাশের বন, আর কোকিলের সুরে গাইছে নগর প্রকৃতি পিচ ঢালা পথের ধারে যেগে উঠবার শ্লোগান এত সব আয়োজন ঋতু রাজ বসন্তের আগমনে।

ফাগুনের বাসী বাজে বাতাসের কানে কানে ফুল পাখির গানে মাঘের তরে নির্বাসিত সজিবতা আবার এসেছে ফিরে ফাগুনের ডাকে সংগে নিয়ে আগুনের রঙ বিসন্ন বৃক্ষের ডালে ডালে আজ বসন্তের বিচরন।

ইটকাঠ-কংক্রিটের রাজধানীর কৃত্রিম পরিবেশে বসন্তে প্রকৃতির বদলে যাওয়া সৌন্দর্য উপভোগের সুযোগ খুব বেশি পাওয়া যায় না হয়তো। তারপরও নগরবাসী নিজেদের মতো করে ঋতুবৈচিত্রকে আলাদা করে নেয়। হাজার ব্যস্ততার মধ্যে সেটা উদযাপনও করে। রঙ-বেরঙের পোশাকের বাহারি ফুলেল উপস্থিতিতে সে এক অন্যরকম সময়।

কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কন, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। মিলনের এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা।

এই ফাল্গুনেই দিগন্তজোড়া মাঠের বোরো ধান সোনালি রূপ পেতে থাকে। ফাল্গুনের স্বরূপ কবি-সাহিত্যিক, চিত্রকর, সঙ্গীতশিল্পী, সাংবাদিক সকলকেই মুগ্ধ করে। ফাল্গুন তথা বসন্তকাল এলে গ্রাম থেকে নগর-আবহমান বাংলার সর্বত্রই মেলার মওসুমও শুরু হয়ে যায়।

আপনার মতামত লিখুন :