পৌর নির্বাচন পরবর্তী; সাংসদ অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সাথে নেতা-কর্মীদের মতবিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ AM, ২২ ডিসেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচন পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা অংশ নেন।

সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, উপজেলা আওয়ামী লীগ সদস্য মাহবুব আলম, প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, শিক্ষক ও আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বিএসসি, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, তৌফিকুল আমিন টিটু, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাসুদ করিম প্রধান, আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাপস, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহজাহান মিয়া, উপজেলা তাতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু, হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল হক মাষ্টার, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শামিম মিয়া, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস ফিরোজ কামাল চৌধুরী পলাশ, বেতকাপা ইউনিয়নের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক এবিএম শামসুল আলম লিটু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চান্দু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব রিপন,হরিনাবাড়ী ইউনিয়নের সভাপতি প্রভাষক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার রাসেল ও ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়ন সহ আরও অনেকে।

সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।

বক্তারা বলেন, পলাশবাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এরপরে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভিত্তিহীন অভিযোগ দেওয়া হয়েছে। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন :