পৌর নির্বাচন; গাইবান্ধায় বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ডিবিসি প্রতিবেদক;
দ্বিতীয় ধাপে শনিবার (১৬ জানুয়ারি) গাইবান্ধা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৮জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে বেসরকারি ভাবে জয়লাভ করেন বিদ্রোহী প্রার্থী মতলুবর রহমান। তিনি নারিকেল গাছ প্রতীকে ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) পেয়েছে ৭ হাজার ৯৭৬ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা) পেয়েছে ৭ হাজার ৩০১ ভোট , বিএনপি মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ) পেয়েছে ৯১৮ ভোট, মো. শামছুল আলম (মোবাইল ফোন) পেয়েছে ২ হাজার ৬৬৯ ভোট, মো. আহসানুল করিম (চামুচ) পেয়েছে ১হাজার ৯৭৪ ভোট, মো. মির্জা হাসান (জগ) পেয়েছে ১৭০ ভোট এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) পেয়েছে ১ হাজার ৬৯২ ভোট।
গাইবান্ধা নির্বাচন পরিচালনা কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

