পৌরসভা নির্বাচন; অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কড়া নিরাপত্তায় তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী ভোট গ্রহণ সম্পন্ন হয়। শনিবার সকালে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছানো হয়।
এদিকে, কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে ভোররাত থেকেই আকাশ ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকে। সাথে শৈত্য প্রবাহ অব্যাহত আছে ও প্রচ- শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে।
পৌরসভার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহের সাথে ভোট প্রদানের দৃশ্য। ভোটাররা বিভিন্ন ধরণের গরম পোশাক ও গায়ে চাদর মুড়িয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যদিও করোনা সচেতনতা ও সামাজিক দুরত্ব বজায় রেখে ভোটের কার্যক্রম পরিচালনা করার কথা। কিন্তু ছিল তার ভিন্ন চিত্র।
সকাল সাড়ে ৯টায় গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, পৌরশহরের খলসী দাখিল মাদ্রাসা, কালিকাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৫টি ভোট কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। সামাজিক দুরত্ব না মেনে পুরুষ ও নারী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৭ জন।
এরমধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫৬টি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল হাসনাথ জানান, এখানে শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ভোট দিতে উদ্বুদ্ধ করছি। 
পৌরসভার খলসী দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষের চেয়ে নারী ভোটারদের ভীড় বেশি। ভোটারদের মধ্যে স্বস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। সবাই বেপরোয়া। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৯৪টি। সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়ে ১ হাজার ৭০০টি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী জানান, শীত থাকলেও সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটার বাড়ে গেছে।
পৌরসভার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, নারী ভোটারদের উপচেপড়া ভীড়। এখানে মোট ভোটার ১ হাজার ৭৩৯ জন। এরমধ্যে দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১০০টি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নারী ভোটারদের জন্য এই কেন্দ্র করা হয়েছে। তাই এখানে নারী ভোটার বেশি।
তবে শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে। সবাইকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে বলা হচ্ছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার শামীমা ইসলাম (৩৫) জানান, ভোটের পরিবেশ ভাল। শান্তিপুর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত আসনে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩০৫ জন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স ও ৯টি মোবাইল কোর্ট তাদের দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলকায় ২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দিয়েছেন।
রির্টানিং কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

