পৈত্রিক জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধায় হিজরা সম্প্রদায়ের মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৭ PM, ০৫ জানুয়ারী ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি প্রভাবশালী ভুমিদস্যু চক্রের অন্যায় ও অবৈধভাবে জবর দখল করে নেওয়া পৈত্রিক ৩৯ বিঘা জমি ফেরত পাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে হিজরা সম্প্রদায়ের লোকজন এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর (হিজরা) সম্প্রদারের লোকজন অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, হিজরা সুমি আকতার, মিস প্রিয়া, সালমা আকতার, সাথী আকতার, মোহিনী, সোহাগী, জোসনা, মিষ্টি রাণী, আইভ্রু, পারুল আকতার, তাদের আত্মীয় আব্দুল আজিজ, ছাদেক আলী, সাদা ফকির, জাফরুল, শাপলা বেগম, রুমানা বেগম, শান্তনা খাতুন, জান্নাতি প্রমুখ।

মানববন্ধনে সুমি আকতার ওরফে খাজা অভিযোগ করে বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মোহাম্মদ হোসেন খন্দকারের ছেলে আব্দুর রশিদ, নুরুল ইসলাম, ফজলুল হক, আলতাফ হোসেন, আতোয়ার হোসেন, মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান ও মেয়ে লিপি খাতুন, আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া, আফছার আলীর ছেলে জাহাঙ্গীর, লাল মিয়া, পলাশ মিয়া এবং মেয়ে রাহেলা বেগম ও রাশেদা বেগমসহ ২২টি প্রভাবশালী ভুমিদস্যু পরিবার ১৯৪০ সালে ওই গ্রামের মৃত ফেলু ফকিরের পরিবারকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে জোর জবরদস্তি করে তাদের ৩৯ বিঘা জমি দখল করে নেয়। এর ৩ বছর আগে অর্থাৎ ১৯৩৭ সালে ওই সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে ফেলু ফকিরের পিতা মানিকুল্যা ফকিরকেও হত্যা করে। সেসময় ফেলু ফকির নাবালক হওয়ার কারণে প্রাণ বাঁচাতে বসতভিটা ও জমিজমা ছেড়ে বগুড়ায় তার ফুফুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ও পালিত হয়।

মানববন্ধনে তৃতীয় লিঙ্গের সদস্যরা আক্ষেপ করে জানায়, তারা তাদের সহায় সম্পদ ফিরে পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরে সরকারের বিভিন্ন দপ্তর এমনকি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন করেছে। কিন্তু তাদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়ন কোনো সরকার কিংবা প্রতিষ্ঠান কার্যকর ভুমিকা নেয়নি। ফলে তারা উল্লেখিত প্রভাবশালীদের চাপের মুখে নিজ পৈত্রিক গ্রামে ফিরতে পারছে না। বর্তমানে তৃতীয় লিঙ্গের অসহায় পরিবারগুলো গ্রাম ছাড়া হয়ে বগুড়া গিয়ে অভাব অনটনের মধ্যে জীবিকা নির্বাহ করছে।

আপনার মতামত লিখুন :