পুলিশ সুপারের আশ্বাসে ফুলছড়ির সাংবাদিকদের আন্দোলন সাময়িক স্থগিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১২ PM, ৩১ মে ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার ফুলছড়িতে পুলিশের মারপিটে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ফুলছড়ি প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত। পুলিশ সুপারের আশ্বাসে সাংবাদিকদের কর্মসূচি সাময়িক স্থগিত।

মঙ্গলবার বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শাহ আলম যাদু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সরকার, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, সদস্য মজিবুল হক ছানা, মজিবর রহমান, সাহিম রেজা সুমন, রিপন মিয়া, শাকিল আহম্মেদ, সংবাদ সারাবেলার প্রতিনিধি আতিকুর রহমান আতিক প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য শাকিল আহম্মেদ সোমবার পেশাগত দায়িত্বপালন কালে থানা পুলিশের এএসআই আতাউল গণি কর্তৃক মারপিটের ঘটনা ন্যাক্কারজনক। পুলিশের এ আচরণ মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধকতা। প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী পুলিশ সদস্যের শাস্তি দাবী করেন।

তারা বলেন, গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম তদন্ত সাপেক্ষে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়েছেন। একারণে সাংবাদিকদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি সাময়িক স্থগিত থাকবে। এ ঘটনার সুষ্ঠ সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন :