পুলিশের গুলিতে নিহত কৃষকের কবর জিয়ারত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশের গুলিতে নিহত কৃষক টুকু শেখের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে নিহত টুকুর বাড়িতে গিয়ে তার কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়।
নিহতের বাড়ির উঠানে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম ও আরমানুল হক পার্থ, গাইবান্ধা জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, সহসভাপতি শাহ আলম সরকার ও যুগ্ম সম্পাদক খুরশিদ আলম পলাশ সহ আরো অনেকে। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত টুকুর কবরের সীমানা প্রাচীর নির্মাণ ও বাড়ি-ঘর সংস্কারসহ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, জোট সরকারের আমলে ১৯৯৫ সালের ২১ মার্চ মহিমাগঞ্জ বন্দরে ন্যায্য মূল্যে সার কিনতে এসে জিরাই গ্রামের মৃত নয়া মিয়া শেখের ছেলে কৃষক টুকু পুলিশের গুলিতে নিহত হন।

