পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী বিপ্লবের মতবিনিময়
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে পলাশবাড়ীকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। এলাকার সমস্যা সমূহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা, পয়ঃনিস্কাশনের জন্য পাবলিক টয়লেট তৈরি করা, হাট-বাজারের উন্নয়ন করা, মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সাধ্যমতো প্রদানের জন্য চেষ্টা করব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি। প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস মিয়া প্রমূখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন।

