পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ ইভিএম পদ্ধতিতে
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
আগামী ১০ ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ী নবগঠিত পৌরসভা নির্বাচন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতির মধ্যে মনোনয়ন ক্রয়, দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১১৭ জন প্রার্থীর মধ্যে মেয়র ১ জন, মহিলা কাউন্সিল ১ জন ও সাধারণ কাউন্সিলর ১ জন সহ মোট ৩ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়।
মামলা ও সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন থেকে নির্বাচন বন্ধ থাকায় পলাশবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে আনন্দের যেন শেষ নেই। পৌরসভার ২৪টি গ্রামের ভোটারদের মাঝে ভোট দেওয়া-নেওয়া নিয়ে উঠেছে চায়ের কাপে ঝড়। হোটেল ও চায়ের দোকান গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ভোটারদের চুল-চেরা বিশ্লেষণ। প্রার্থীদের পক্ষ-বিপক্ষ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে বসে নেই কাউন্সিলর ১০৯ জন প্রার্থীও। তারা দিন-রাত একাকার করে ভোট প্রার্থীনায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নিং কর্মকর্তা শাহিনুর আলম।
প্রসঙ্গত, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন, এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ ও মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন।

