পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৫ PM, ১৫ মে ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনার নিহতের স্ত্রী ও সন্তান সহ আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিশুদহ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে।

স্থানীয় ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের বরাতে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ীতে স্ত্রী সন্তানসহ দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন সোহেল। এসময় শিশুদহ নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহেল। গুরুতর আহত হয় স্ত্রী ও সাথে থাকা ছোট্ট শিশু।

আপনার মতামত লিখুন :