পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ ও আনন্দ মিছিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১১ AM, ০৯ জানুয়ারী ২০২১

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন আর রশিদ সুমনের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়েছে।
৮ ডিসেম্বর বিকেলে মাস্ক বিতরণকালে সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন আর রশিদ সুমন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ও গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির দিক-নির্দেশনায় কাজ করছে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় দেশের এই করোনাকালীন সংকট মুহুর্তে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার  মানুষের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।
পলাশবাড়ী উপজেলা সদরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ শেষে উপস্থিত  সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় তিনি এসব কথা বলেন।
সন্ধ্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :