পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যানের অনিয়মের তদন্ত অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৩ PM, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;

পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ৯ জন ইউপি সদস্য কর্তৃক পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

২৮ ফেব্রুয়ারী সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের উপস্থিতিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার তদন্ত কর্মকর্তা হিসেবে সরেজমিনে উপস্থিত সকলের বক্তব্য শোনেন।

অভিযোগে জানা, উক্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল নির্বাচিত হওয়ার পর থেকেই কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সকল ক্ষেত্রেই সব কাজের দিক-নির্দেশনা অমান্য করে পরিষদের সদস্যদের কোন রকম পরামর্শ না নিয়ে বেপরোয়াভাবে ও অবৈধভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের নির্বাচিত ৯ জন ইউপি গত ২৮ ডিসেম্বর-২০২২ ২০২৩-২০২৪ ভিডব্লিউবি (ভিজিডি) চক্রে অন্তভূক্তির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এবং গত ১০ জানুয়ারী-২০২৩ তারিখে অত্র ইউপি চেয়ারম্যানের ৮টি অনিয়মের অভিযোগ উল্লেখ করে চেয়ারম্যানের অনাস্তার দাবী তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার তদন্ত কর্মকর্তা হিসেবে এ তদন্তকার্য পরিচালনা করেন।

তদন্ত শেষে তিনি সাংবাদিকদের জানান, আমি ৮টি অনিয়মের অভিযোগের তদন্ত করেছি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগকারী ইউপি সদস্যগণ জানান, তদন্ত কর্মকর্তা সকল অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। আমরা আশা করি অনিয়ম প্রমাণিত হবে।

তবে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল অভিযোগ গুলো মিথ্যা বলে উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন :