পলাশবাড়ীর উত্তর সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস না নেওয়ার অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৪ PM, ২৮ অগাস্ট ২০২২

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীর উত্তর সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিম্নমুখী হয়ে পড়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ যোগদানের পর থেকেই অধিকাংশ দিন হাজিরা খাতায় স্বাক্ষর করে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। একাধিক দিন বিদ্যালয়ে গিয়ে তাকে বিদ্যালয়ে পাওয়া যায়না। অথচ হাজিরা খাতায় স্বাক্ষর করে তিনি তার ব্যক্তিগত কাজেই ব্যস্ত থাকেন। ২৫ আগস্ট সকাল ১১টা ২৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক সহ চারজন শিক্ষককে বিদ্যালয় মাঠে বসে আড্ডা করতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি দেখে তড়িঘড়ি করে শিক্ষার্থীদের নিয়ে ব্যস্তমুখী হয়ে পড়েন।
উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে জানা যায়, বিদ্যালয়টি দুই শীফটে পরিচালিত হয়ে আসছে। সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত শিশু শ্রেণি, ১ম শ্রেণি ও ২য় শ্রেণির ক্লাস নেয়া হয়। ১১টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিচালনার পর তাদের তাদের ছুটি দেওয়া হয়। এরপর ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ক্লাস শুরু হয়। ওইদিন সকাল ১১টা ২৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিশু শ্রেণি, ১ম শ্রেণি ও ২য় শ্রেণির বেশকিছু শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় ওই দিন কোন শ্রেণিতেই ক্লাস নেওয়া হয়নি।
ক্লাস না নেওয়ার ব্যাপারে শিক্ষকদের সাথে কথা বললে তারা বলেন বৃহস্পতিবারে সামাজিক কাজ করে নেওয়া হয়েছে। তাই ক্লাস নেওয়া হয়নি। তবে প্রধান শিক্ষক আব্দুর রউফের নিকট ক্লাস না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই সকল শিক্ষার্থী আমার বিদ্যালয়ের নয়। কিন্তু ওই শিক্ষার্থীরাই জাতীয় সংগীতে অংশগ্রহণ এবং ক্লাস রুম থেকে বই নিয়ে বাড়ীতে যেতে দেখা যায়। এব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবীর জানান, ক্লাস বন্ধ করে সামাজিক কর্মকান্ড করার কোন নিয়ম নেই। যদি এমন কাজ করে থাকে তাহলে আপনারা লেখেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

আপনার মতামত লিখুন :