পলাশবাড়ীতে ৭৪ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল সহ আওলাদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুন) বেলা ১২টার দিকে পলাশবাড়ীথানাধীন ৪নং বরিশাল ইউনিয়নের অন্তর্গত দুবলাগাড়ী উত্তর চাদপাড়া মৌজাস্থ জনৈক মো. আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পাশে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে “হানিফ এন্টারপ্রাইজ” নামক একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল সহ আওলাদ হোসেন নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা (নামাপাড়া) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা হয়েছে।

