পলাশবাড়ীতে ২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৮ PM, ২৩ অগাস্ট ২০২১

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৯ বোতল ফেন্সিডিলসহ ফয়জুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এস.আই (নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে একটি চৌকস টিম ২৩ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী থানাধীন বরিশাল ইউনিয়নের অন্তর্গত দুবলাগাড়ী মৌজাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে থ্রি-স্টার লিমা যাত্রীবাহী বাসটি চেকিং করাকালে আসামী ফয়জুর রহমান (৫২) এর হেফাজতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফয়জুর রহমান (৫২) দিনাজপুর জেলার সদর উপজেলার রথিনাথপুর ফকির পাড়ার দিলু মোহাম্মাদের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩৬(১)এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী থানার মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :