পলাশবাড়ীতে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;
ঢাকা-রংপুর মহাসড়কে সন্দেহভাজন দূরপাল্লার পরিবহন গুলো চেকিংকালে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পলাশবাড়ী পুলিশ।
জানা গেছে, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা সার্বিক পরিচালনায়, এসআই রেজাউল করিমের নেতৃত্বে এসআই রাজু ইসলাম ও এসআই শাহজাহান মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ী চেকিং করাকালে ২ সেপ্টেম্বর গতকাল শুক্রবার বিকালে যাত্রী বাহী বাস হানিফ পরিবহন (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২) থামিয়ে চেকিং করাকালে লিমন মিয়া (৩০) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৭৮ বোতল ও রফিকুল ইসলাম (২৮) এর কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৮০ বোতল ফেন্সিডিল মোট ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রংপুর জেলার কোতয়ালী থানার মেডিকেল পূর্বগেট মোহাম্মাদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লিমন মিয়া (৩০) ও গঙ্গাচড়া থানার মরনেহা গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

