পলাশবাড়ীতে হিন্দু ধর্মালম্বী এক ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৯ PM, ০২ নভেম্বর ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মালম্বী এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তিনি ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।

১ নভেম্বর মঙ্গলবার আদালতে এফিডেফিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে “মোঃ আব্দুল্লাহ আহমেদ সাগর” হিসেবে তার নতুন নামকরণ করা হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল “শ্রী সাগর চন্দ্র শীল” পিতা-শ্রী দেবেন চন্দ্র। তার বাড়ী উপজেলার কিশোরগাড়ী গ্রামে।

গাইবান্ধায় নোটারি পাবলিকের মাধ্যমে এবং স্থানীয় মাওলানার কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

নব মুসলিম “মোঃ আব্দুল্লাহ আহমেদ সাগর” বলেন, আমি ইসলাম ধর্মের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের সুভাগ্যবান মনে করছি। বাকি জীবন ঈমান ও আমলের সাথে চলতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।

আপনার মতামত লিখুন :