পলাশবাড়ীতে হাসিবুর রহমানকে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী স্থানীয় সকলের আস্থাভাজন হাসিবুর রহমান স্বপনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ৫ নং ওয়ার্ডের জনগণ। হাসিবুর রহমান স্বপন তরুণদের মাঝে যেমন জনপ্রিয় তেমনি গণ্যমান্য ব্যক্তিদের কাছেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। নবগঠিত ওয়ার্ডের প্রথম অভিভাবক হিসেবে স্বপনকে কাউন্সিলর হিসেবে পেতে চান বলে গড়ে উঠেছে ঐক্যবদ্ধ একটি ইউনিট। তারা স্বপনের কাছে জোর দাবি জানিয়েছেন, তিনি যেন আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচন করেন।
হাসিবুর রহমান স্বপনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যারা আমাকে ভালবেসে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছেন। তাদের ভালবাসায় আমি নিজেও প্রস্তুত। বর্তমান সরকারের উন্নয়ন কাজে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত বাসযোগ্য একটি ওয়ার্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে আসন্ন পৌর নির্বাচনে সকলের নিকট দোয়া এবং ভোটে জয়ী হতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত যেন পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। আমি এলাকার উন্নয়নে কাজ করতে ভালোবাসি। আমি ওয়ার্ডবাসীকে নিয়ে ভাবতে চাই এবং এই ওয়ার্ডের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। গণসংযোগকালে উক্ত ওয়ার্ডের গুরুজনদের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন স্বপন।
তিনি বলেন, কাজ করতে গেলে অনেক বাঁধা আসবে তারপরও আপনাদের সহযোগীতায় সকল বাঁধা উপেক্ষা করে উন্নয়নমুলক কাজ করে যেতে চাই। ৫নং নুনিয়াগাড়ী ওয়ার্ডকে পরিবেশ বান্ধব ওয়ার্ড করার খুবই ইচ্ছে আমার এবং প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা সহ ইভটিজিং বন্ধে সকলের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধমুলক সকল কাজ আপনাদের নিয়ে প্রতিহত করতে চাই।

