পলাশবাড়ীতে হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে
পলাশবাড়ী প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঠের বাজার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ জুন বিকেলে সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করায় দুইজনকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ৪৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন।
তিনি জানান, মাঠের বাজার হাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদী পশুর ক্ষেত্রে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এমন বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখা যায় টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিটি গরুর ক্ষেত্রে টোল আদায় করছে সরকার নির্ধারিত টোলের চেয়ে অনেক বেশি। এমনই ভাবে ছাগল, ভেড়ার ক্ষেত্রেও একই ভাবে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সত্যতা পাওয়ার কারণে টোল আদায়কারী দুইজনের ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আসন্ন ঈদ-উল-আযহাকে ঘিরে উপজেলার যেখানে যেখানে পশুর হাট বসবে আর সেই হাটগুলোতে যদি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে সেই সব হাটগুলোতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

