পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ AM, ৩১ জুলাই ২০২১

Spread the love

পালশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন – গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সিএনজি চালক সবুজ মিয়া (৩২), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বিশ্রামপুর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে আব্দুল খালেক (২৮) ও তার স্ত্রী ঋতি খাতুন (২০) এবং বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর মধ্যপাড়া গ্রামের বাবু প্রামানিকের মেয়ে শাম্মি আক্তার (২৮)।

এছাড়া আহত সিএনজির তিন যাত্রীর মধ্যে শুভ (৭) নামের একটি শিশু রয়েছে।শিশুটি নিহত শাম্মি আক্তারের সন্তান।

উল্লেখ্য, ৩০ জুলাই শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার প্রশিকা অফিসের সামনে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। এঘটনায় আরও এক শিশুসহ তিনজন আহত হয়ে চিকওৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন :