পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
১২ ফেব্রুয়ারি শনিবার রাত দেড়টার দিকে ঘোড়াবান্ধা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা ওরফে মোস্তাক (৪০) এর কাছ থেকে ১ কেজি ২৫০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৭ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওরফে মোস্তাক উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

