পলাশবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন পালন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা টাউন হলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল ১০টায় উপজেলা চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বর্ণাঢ্য রালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রমূখ।
শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী ইন্সট্রাক্টর সোহেল মিয়া।

