পলাশবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৯ PM, ০৮ সেপ্টেম্বর ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরী করণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পলাশবাড়ী এস এম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় (CRVS) ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং (UID) নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুজ্জামান প্রান্ত উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সহকারিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :