পলাশবাড়ীতে শিক্ষক দিবস পালিত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
২৭ অক্টোবর সকালে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক তহিদুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, বাসুদেবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর, মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করে শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.এইচ.এম হুমায়ন কবির।

