পলাশবাড়ীতে রোপা আমন মৌসুমে স্থাপিত বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচি
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে রোপা আমন মৌসুমে স্থাপিত বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচির উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর দুপুরে ফলিত গবেষণা বিভাগ (ব্রি) গাজীপুরের আয়োজনে ও টিআরবি প্রকল্প (ব্রি) গাজীপুরের অর্থায়নে পলাশবাড়ী উপজেলার দৌলতপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দৌলতপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফজলার রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ফলিত গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা বুলবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আজম বাবু, দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মনির আজম মানিক প্রমূখ।
এসময় প্রধান অতিথি কৃষকদের মাঝে ধানের বীজ সংরক্ষণের পদ্ধতি বুঝিয়ে দেন। পরে ৭ জন প্রদর্শনী কৃষকের মাঝে ধানের বীজ সংরক্ষণের জন্য ৭টি ড্রাম বিতরণ করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ফলিত গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারী নিজামুল করিম কিরণ।

