পলাশবাড়ীতে যুবলীগ নেতাকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যে করার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতাকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যে করার প্রতিবাদে রোববার দুুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এলাকারবাসির আয়োজনে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকায় এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাবেক সেনা সদস্য শোয়েব চৌধুরী, ব্যবসায়ী জাকির হোসেন, সুলতান মিয়া,আব্দুল রাজ্জাক, সুজন মিয়া, জাহিদ মিয়া, সোহাগ মিয়া প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন পেশার অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে সর্বদায় নিয়োজিত যুবলীগ নেতা মো.মারুফ হোসেন চৌধুরী তার নিজ ফেসবুক আইডি থেকে আওয়ামালীগের এক নেতার মৃত্যুতে শোক বার্তা দিয়ে পোষ্ট করেন।
ওই পোষ্টে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল মিথ্যা-ভিত্তিহীন বাজে মন্তব্য করেন।
তিনি মারুফ হোসেন চৌধুরীকে সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন।
এতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন সহমত পোষণ করে মন্তব্য করেন।
একজন দায়িত্বশীল নেতার সহযোগী সংগঠনের নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা-ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তৌহিদুল ইসলাম মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

