পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে মিলল ৫ হাজার পিস ইয়াবা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে তল্লাশিকালে এন.এন ট্রাভেলস্ নামে যাত্রীবাহী বাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৩মার্চ) বিকাল ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে ঢাকাগামী এন.এস ট্রাভেলস্ নামে যাত্রীবাহী একটি বাসে (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১১-৪২৩০) তল্লাশী করে পুলিশ। এ সময় বাসে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ব্লু রংয়ের জিপার ব্যাগে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো কসটেপ দ্বারা বিশেষ কায়দায় একটি পোটলায় মোড়ানো ছিল।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

