পলাশবাড়ীতে মৎস্য সপ্তাহ উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৮ PM, ২৪ জুলাই ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, (গাইবান্ধা) প্রতিনিধি;

পলাশবাড়ীতে মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আলতাব হোসেন।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

এসময় উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও পলাশবাড়ী পৌরসভার এবং ৮টি ইউনিয়নের মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপজেলার ৩ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করে অতিথিবৃন্দ। শেষে উপজেলা পরিষদ চত্ত¡রের পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :