পলাশবাড়ীতে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৯ PM, ০২ জানুয়ারী ২০২২

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা খানম সু-কৌশলে এলাকাবাসীর অজান্তেই নিজস্ব লোক নিয়ে গোপনে সাতারপাড়া এম.এইচ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতু-কে সভাপতি করে গত পহেলা জানুয়ারী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করায় এলাকাবাসী কর্তৃক উক্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ প্রশাসনের সহায়তায় সাময়িক শান্তি ফিরে আসে।
এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এছাড়াও উপস্থিত এলাকাবাসী জানান, উক্ত প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে আসার পর থেকেই শিক্ষার গণগত মান নিম্নমুখী হয়ে পড়েছে। সে নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করে থাকেন। ফলে এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে পড়াচ্ছেন বলে জানান তারা। অভিযোগকারী উক্ত কমিটি স্থগিত করে সকল অভিভাবকের উপস্থিতিতে পূনরায় কমিটি করার জোর দাবী জানানো হয়।

আপনার মতামত লিখুন :