পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের পরিবারের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে পলাশবাড়ী চৌমাথামোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক ওয়ারেছুর রহমান প্রধান মন্টু, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা সহ নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
বক্তারা মুক্তিযোদ্ধা পরিবারের ওপর এমন ন্যাক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসী তুফান ও রিফাতকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই পলাশবাড়ী প্রেসক্লাবের সামনে সন্ত্রাসী তুফান ও রিফাত বাহিনী তার দলবল নিয়ে অতর্কিতভাবে মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী সহ তার পরিবারের সদস্যের ওপর হামলা করে।

