পলাশবাড়ীতে মাছ বাজারে অভিযান, জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২১ PM, ০৭ সেপ্টেম্বর ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী হাটের মাছ বাজারে বুধবার (৭ সেপ্টেম্বর ) বিকালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ২২ কেজি পিরানহা ও ৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। সেইসাথে অবৈধ মাছ রাখার দায়ে তাদের পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার সহ পুলিশ সদস্যগণ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন জানান, জনগণের জন্য নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :